Helpline

চালু হলো হেল্পলাইন

রাজ্য

 আরজি কর কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে পুলিশি জুলুমের মুখে পড়তে হচ্ছে বহু সাধারণ মানুষকে। যারা যারা এই জুলুমের মুখে পড়ছেন তাদের সহায়তার জন্য হেল্পলাইন চালু করলো এসএফআই এবং ডিওয়াইএফআই। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আগেই বলেছিলেন পুলিশি মামলায় যারা পড়বেন তাদের দায়িত্ব নেবেন তারা। সেই মতো লালবাজারে চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং কুণাল সরকারের হয়ে উপস্থিত ছিলেন বামপন্থী আইনজীবীরা।

সিপিআই(এম) রাজ্য কমিটির পক্ষ থেকে চালু করা হয়েছে একটি হেল্পলাইন। তার নম্বর হলো 80 17 92 1866। আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানানোর ফলে কোন ব্যাক্তির বিরুদ্ধে যদি পুলিশি মামলা হয় তবে এই নম্বরে যোগাযোগ করার আবেদন করা হয়েছে সিপিআই(এম)’র পক্ষ থেকে।

এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকেও চালু হয়েছে হেল্পলাইন।

এসএফআইয়ের পক্ষ থেকে যেই তিনটি হেল্পলাইন চালু করা হয়েছে তা হলো – 8240228072, 6289235283, 8170051011

ডিওয়াইএফআইয়ের হেল্পলাইন হলো – 9062539771। এছাড়া মেইল করেও জানানো যাবে। মেইল আইডি হলো, dyfistatecommittee@gmail.com 

আরজি কর কাণ্ডে প্রথম থেকে সরব হয়েছেন এসএফআই, ডিওয়াইএফআই কর্মীরা। বার বার পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে তাদের।

Comments :0

Login to leave a comment