আরজি কর কান্ডের অপরাধীদের আড়াল করার চক্রান্তের প্রতিবাদে সোচ্চার হোন’ স্লোগানকে সামনে রেখে মিছিল করলো সিপিআই(এম)। শনিবার বিকেলে সিপিআই(এম) শিলিগুড়ি ২নম্বর এরিয়া কমিটির পক্ষে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল বের হয়। মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মোদী সরকারের গোপন সমঝোতার প্রতিবাদ জানানো হয়। মিছিলটি হিলকার্ট রোড ধরে এগিয়ে যায় হাসমিচকের দিকে। এরপর হাসমিচকে প্রতীকি পথ অবরোধ করে বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখানো হয়। মিছিলে ছিলেন সিপিআই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার। প্রতীকি অবরোধ চলাকালীন সিপিআই(এম) শিলিগুড়ি ২নম্বর এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার বলেন, সারা দেশ ও রাজ্যের মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে আরজি করের নৃশংস হত্যাকান্ড। এত বড় ঘটনার পরেও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে পারনি সরকার। সুবিচারের দাবিতে লাগাতার আন্দোলনে রাস্তায় রয়েছে সিপিআই(এম)। আরজি কর হাসপাতালে মহিলা পিজিটি চিকিৎসককে ধর্ক্ষণ করে খুনের ঘটনার ৯০দিন পরেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। অপরাধীরা একে একে মুক্ত হতে শুরু করেছে। ফলে তৃণমূল ও বিজেপি’র সেটিং’র রাজনীতি দেশ ও রাজ্যবাসীর কাছে আজ পরিষ্কার হয়েছে। ক্ষোভ বাড়ছে। অবিলম্বে আরজি কর কান্ডের প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি রাজ্যের মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান তিনি।
Siliguri
মমতা-মোদী’র গোপন সমঝোতা, জামিনের প্রতিবাদে সোচ্চার শিলিগুড়ি
×
Comments :0