SSC Recruitment Exam

কাল এসএসসি পরীক্ষায়, দাগিরা বসবে না এমনটা জোর গলায় বলতে পারছে না কমিশন

রাজ্য

কাল এসএসসি পরীক্ষায়, দাগিরা বসবে না এমনটা জোর গলায় বলতে পারছে না কমিশন

 

আগামীকাল এসএসসি নবম দশমের নিয়োগের পরীক্ষা। তার আগে শনিবার পরীক্ষার্থীদের জন্য একাধিক নিয়ম জানিয়ে দিল এসএসসি। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন আগামীকাল মোট ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে পরীক্ষাকেন্দ্রে। 
প্রশ্নপত্র দেওয়া হবে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে। তখন শুধু নিজের নামটুকুই লিখতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তর লেখা শুরু করা যাবে দুপুর ১২টা থেকে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের শেষ সময় সকাল ১১টা ৪৫। 

তবে আগামীকালের পরীক্ষায় চিহ্নিত অযোগ্যরা বসবে কি না সেই নিয়ে কোন উত্তর দিতে পারেনি কমিশন। সিদ্ধার্থ মজুমদারের কথায় তিনি এই বিষয় কোন মন্তব্য করবেন না।
সিদ্ধার্থ মজুমদার বলেন, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের সময় থাকবে মেটাল ডিটেক্টর। পরীক্ষাকেন্দ্রে ফোন নিয়ে ঢোকা যাবে না। স্মার্ট ঘড়ি বা ক্যালকুলেটরও সাথে রাখা যাবে না। পেন রাখতে হবে স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপারেন্ট। এসএসসির পক্ষ থেকেও পরীক্ষার্থীদের জন্য পেনের ব্যবস্থা থাকবে। অ্যাডমিট কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় নথি যেই ফোল্ডারে থাকবে সেটাও হতে হবে ট্রান্সপারেন্ট। 
কমিশনের কথায় প্রশ্নপত্রও সুরক্ষিত। নকল করার চেষ্টা করলে বা অন্য কিছু করার চেষ্টা করলে, আধঘণ্টার মধ্যে সে ধরা পড়ে যাবে।
এবার ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে। প্রতিটি প্রশ্নপত্রের জন্য থাকছে আলাদা আলাদা সিকিউরিটি ফিচার। অ্যাডমিট কার্ড স্ক্যান করারও ব্যবস্থা থাকবে।

 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন