Suicide

স্কুলে ভর্তি হতে না পারায় আত্মঘাতী পড়ুয়া

রাজ্য জেলা

বাবা স্কুলের ভর্তির টাকা জোগাড় করতে পারেননি। লেখা পড়া হবে না। লেখা পড়ার সম্ভাবনা বন্ধ হয়ে যাওয়ায় অবসাদে আত্মহত্যার পথ বেছে নিলেন নবম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে ক্যানিং-এর জীবনতলা এলাকায়। 

নাসিমা মোল্লা সারেঙ্গাবাদ হাট খোলা স্কুলের পড়ুয়া। নবম থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন তিনি। স্কুলে ভর্তি প্রক্রিয়া চলছে। বন্ধুরা ভর্তি হয়েছেন। কিন্তু রিক্সা চালক বাবা টাকা জোগাড় করতে পারেনি। যার ফলে নতুন ক্লাসে পরিবেশ এবং নতুন বইয়ের গন্ধ পাওয়ার সুযোগ সে হারায়। লেখা পড়া করতে চাওয়া নাসিমা বাধ্য হয়েই নিয়েছে এই চুড়ান্ত সিদ্ধান্ত। 

সূত্রের খবর নাসিমার বাবা চেষ্টা চালাচ্ছিলেন মেয়ের স্কুলে ভর্তির টাকা জোগাড় করার। কিন্তু তার মধ্যেই সব শেষ। জানা যাচ্ছে শনিবার দুপুরে ঘরের দরজা বন্ধ করে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি। অসুস্থ অবস্থায় ক্যানিং হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।

বর্তমানে সরকারি স্কুলে দশম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য বছরে ৫৫০ টাকা দরকার লাগে। কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষ সেই টাকা জোগাড় করে ওঠা সম্ভব হয়নি। উল্লেখ্য মেধাবি ছাত্রীর জন্য স্কুল কর্তৃপক্ষ এই ফি মুকুব করতে পারত কিন্তু তা তারা করেনি। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

Comments :0

Login to leave a comment