জাতীয় দলে ফের একবার ফিরলেন সুনীল ছেত্রী। অবসর থেকে প্রত্যাবর্তন ঘটালেন অধিনায়ক। আগামী ১৯তারিখ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এবং আগামী ২৭তারিখ এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেখানে রয়েছে চমক। অবসর কাটিয়ে সেই দলে জায়গা পেয়েছেন সুনীল। এছাড়াও গোলরক্ষকের জায়গায় বাদ পড়েছেন গুরপ্রীত সিং সান্ধু। খারাপ পারফরম্যান্সের জেরেই বাদ পড়েছেন তিনি। এবার হয়তো ভাগ্যের শিকে ছিঁড়তে পারে বিশালের। দুই তিন মরশুম ধরে মোহনবাগান গোলরক্ষক তার জীবনের সেরা পারফরম্যান্স করে চলেছেন। এই মরশুমেও হয়তো গোল্ডেন গ্লাভসের ট্রফি উঠতে চলেছে তারই হাতে। দলে বিশাল ছাড়াও গোলরক্ষকের জায়গায় রয়েছেন অমরিন্দর ও গুরমিত। রক্ষণে আশীষ রাই , শুভাশীষ , বোরিস সিং , চিংলেনসানা , হামতে , মেহেতাব সিং , রাহুল ভেকে , রোশান সিং , সন্দেশ। মিডফিল্ডে সুযোগ পেয়েছেন আশিক , লিস্টন , জিকসন , ব্রেন্ডন , ব্রিসন , আপুইয়া , মহেশ ,সুরেশ ও আয়ুষ । ফরোয়ার্ডে সুনীল ছাড়াও রয়েছেন ফারুখ , ইরফান , ছাঙতে ও মনবীর। আশ্চর্যজনকভাবে ইস্টবেঙ্গলের হয়ে ভালো পারফরম্যান্স করার সত্ত্বেও দলে জায়গা হয়নি ডেভিড ও বিষ্ণুর।
indian football team
জাতীয় দলে প্রত্যাবর্তন সুনীলের , বাদ পড়লেন গুরপ্রিত

×
Comments :0