super cup

সুপার কাপ ফের ওড়িশাতেই

খেলা

super-cup-starts-on-21st-apil

ফের একবার বসতে চলেছে সুপার কাপের আসর। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামেই আগামী ২১এপ্রিল থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। ২০২৪ এর সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। প্রায় ১২বছর পর কোনো সর্বভারতীয় ট্রফি জিতেছিল তারা। ম্যাচের শেষ মুহূর্তে ক্লেটন সিলভার গোলে জয় পেয়েছিলো ইস্টবেঙ্গল।  সেই চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই তারা সুযোগ পেয়েছিলো এসিএল ২ এর প্রতিযোগিতার যোগ্যতাঅর্জন পর্বে। কিন্তু গত আগস্টে যুবভারতীতে আল্টিন আসেরের কাছে হারের ফলে যোগ্যতাঅর্জনে ব্যর্থ হওয়ার পরেই এই চ্যালেঞ্জ লিগে সুযোগ পায় ইস্টবেঙ্গল। ভুটানে গ্রূপ পর্যায়ে ভালো পারফরম্যান্সের সৌজন্যে নকআউটে সুযোগ পেয়েছিলো অস্কারের দল। সেইসময় অবশ্য কোচ ছিলেন কার্লোস কুয়াদ্রাত। কিন্তু গত বুধবার যুবভারতীতে আর্কাদাগের কাছে হারের পরেই কিছুটা বদলেছে চিত্রটা। দ্বিতীয় লেগে আগামী বুধবার আর্কাদাগের হোম ম্যাচে খেলতে যাবে ইস্টবেঙ্গল। সুপার কাপ চ্যাম্পিয়ন দল এসিএল ২ এর যোগ্যতাঅর্জন পর্বে সুযোগ পাবে। কিন্তু যদি শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানই চ্যাম্পিয়ন হয় সুপার কাপ। সেক্ষেত্রে এই যোগ্যতাঅর্জন পর্বে সুযোগ পাবে টেবিলের দ্বিতীয় স্থানাধিনাকারী দল এফসি গোয়া।  

Comments :0

Login to leave a comment