Supreme Court DA

কেন ২৫ শতাংশ ডিে দেওয়া গেলো না রাজ্যের কাছে জানতে চাইলো সুপ্রিম কোর্ট

জাতীয় রাজ্য

কেন সুপ্রিম কোর্টের বেধে দেওয়া সময়ের মধ্যে ২৫ শতাংশ ডিএ দেওয়া হলো না তা রাজ্যের কাছে জানতে চাইলো সুপ্রিম কোর্ট। সোমবার ছিল সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি সেখানে আদালতের পক্ষ থেকে রাজ্যের উদ্দেশ্যে বলা হয়, ছ’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি। রাজ্য সরকারের তরফে জানানো হয়, তাদের আরও সময় লাগবে। রাজ্যের যুক্তি ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে যেই অর্থের প্রয়োজন। সেই অর্থ জোগাড় করতে সময় লাগবে।
আগে এই মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএ–র পরিমাণ ১১ হাজার ৮৯০ কোটি ১৮ লক্ষ টাকা। এ ছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া ১১ হাজার ৬১১ কোটি ৪৫ লক্ষ টাকা। এ ছাড়াও শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত–সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা ১৮ হাজার ৩৬৯ কোটি ৩২ লক্ষ টাকা। সব মিলিয়ে অঙ্কটা ৪০ হাজার কোটি টাকার বেশি। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, অন্তর্বর্তী নির্দেশ মেনে ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটাতেই হবে রাজ্যকে। কিন্তু সেই নির্দেশ পালন করতে ব্যার্থ রাজ্য সরকার। 
আগামীকাল ফের ডিএ মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য রাজ্য সরকার প্রতিবার ডিএ মামলায় দাবি করছে সরকারের কাছে টাকা নেই। কিন্তু সম্প্রতি শারদৎসবকে কেন্দ্র করে পূজো কমিটি গুলোকে এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার। একলাফে ৮৫ হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার। এই অনুদান দেওয়ার ফলে ৪৯৫ কোটি টাকা।

Comments :0

Login to leave a comment