Masood Azhar

নিহত মাসুদের পরিবারের ১০ সদস্য, দাবি পাকিস্তান সংবাদমাধ্যমের

জাতীয় আন্তর্জাতিক

অপারেশন সিঁদুরে নিহত হয়েছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের প্রধানের পরিবারের ১০ জন সদস্য। পাকিস্তানের সংবাদমাধ্যম জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে উদ্ধৃত করে জানিয়েছেন যে ভারতীয় সেনার এই আক্রমণে মাসুদের পরিবারের ১০ জন নিহত হয়েছেন। এর পাশাপাশি তার সহযোগী কয়েকজন নিহত হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

পাকিস্তানের সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় সেনার এই হামলায় মাসুদের বড় বোন, তার স্বামী, মাসুদের স্ত্রী এবং একজন ভাইপো নিহত হয়েছেন। 

বুধবার সাংবাদিক সম্মেলনে বায়ু সেনা কমান্ডার ব্যোমিকা সিং বলেন, ‘‘পহেলগামে যেই সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে তার প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনা পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ করে হামলা চালিয়েছে। পহেলগামে এই হামলায় যারা নিহত হয়েছে তাদের এবং তাদের পরিবার গুলোকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য এই আক্রমণ। ন’টি লক্ষ করে এই হামলা চালানো হয়েছে।’’ তিনি জানিয়েছেন, শুধুমাত্র সন্ত্রাসবাদীদের শিবির লক্ষ করেই এই হামলা হয়েছে। 

উল্লেখ্য ভারতীয় সেনার পক্ষ থেকে অপারেশন সিঁদুরের বিভিন্ন ভিডিও এক্সহ্যান্ডেলে পোস্ট করেছে।  

Comments :0

Login to leave a comment