Islam

ইসলামপুরে প্রাক্তন আদিবাসী নেতার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

জেলা

রেললাইনের ধার থেকে উদ্ধার প্রাক্তন আদিবাসী নেতার মৃতদেহ দেখা গেলে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার তিনমাইল এলাকায়। পাশাপাশি এলাকার আদিবাসী মহল্লায় শোকের ছায়া নেমে এসেছে।মৃতের নাম কিশোর ওরাওঁ (৫৩)। বাড়ি চোপড়া থানার মঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রাক্তন আদিবাসী নেতার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে টহলদারির সময় দেহটি পড়ে থাকতে দেখেন রেলকর্মীরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খুন নাকি নিছক দুর্ঘটনা, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

রাজি পারহা ভারত আদিবাসী সংগঠনের রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি উমেশ খালকো বলেন, ‘কিশোর ওরাওঁ একসময় এলাকায় আদিবাসী সমাজে নেতৃত্ব দিতেন। মাঝে মানসিক অবসাদের কারণে তিনি বেশ কিছুদিন হোমে ছিলেন। হোম থেকে বাড়ি ফেরার পর গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তারপরে এই ঘটনা সামনে আসে।’

Comments :0

Login to leave a comment