ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় ব্যাপক কারচুপির এবং হিংসার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির মদতপুষ্ট গুন্ডারা বিরোধীদের পোলিং এজেন্টদের উপর হামলা চালিয়ে ভোটকে প্রহসনে পরিণত করেছে বল অভিযোগ। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তারও। উদয়পুর, বিলোনিয়া, সোনামুড়া-সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের পোলিং এজেন্টদের উপর হামলার খবর আসছে। সিপিআই(এম) সমর্থিত ত্রিপুরা পশ্চিমের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার অভিযোগ, রামনগর বিধানসভা কেন্দ্রের অবস্থা সবচেয়ে খারাপ।
তিনি বলেন, ‘আমি রিটার্নিং অফিসার বিশাল কুমার ও এসপি কিরণ কুমারের সঙ্গে কথা বলেছি এবং ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছি’। প্রদেশ কংগ্রেস সভাপতি সাহার অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি।
General Election 2024
ত্রিপুরায় ব্যাপক কারচুপির অভিযোগ বিজেপির বিরুদ্ধে
×
Comments :0