World

প্রায় ১৮,০০০ ভারতীয়কে ‘বিতাড়ন’ করবেন ট্রাম্প

আন্তর্জাতিক

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি তিনি ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ‘বিতাড়ন কর্মসূচি’ পালন করবেন। সেই প্রস্তুতিতে, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) নির্বাসনের জন্য চিহ্নিত প্রায় ১.৫ মিলিয়ন ব্যক্তির একটি তালিকা তৈরি করেছে। তাদের মধ্যে প্রায় ১৮ হাজার অ-নথিভুক্ত ভারতীয় নাগরিক মার্কিন সরকারের তৈরি করা তালিকায় আছেন এবং তাদের ভারতে ফেরত পাঠানোর আশঙ্কায় আছেন।
২০২৪ সালের নভেম্বরে প্রকাশিত আইসিই তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অপসারণের আদেশ সহ আটক নয় এমন নথিতে ১.৫ মিলিয়ন ব্যক্তির মধ্যে ১৭,৯৪০ জন ভারতীয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৭ লাখ ২৫ হাজার অবৈধ অভিবাসী রয়েছে, যা মেক্সিকো ও এল সালভাদরের পর অননুমোদিত অভিবাসীদের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী।
এই তথ্য প্রকাশের আগে অক্টোবরে আমেরিকা একটি চার্টার্ড ফ্লাইট ব্যবহার করে সে দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফেরত পাঠায়।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, গত ২২ অক্টোবর ভারতে পাঠানো ওই ফ্লাইটটি ভারত সরকারের সহযোগিতাতেই ব্যবস্থা করা হয়এছিল।

Comments :0

Login to leave a comment