পরপর দু’দিন লাগাতার বৃষ্টির কারণে জল দাঁড়ালো জলপাইগুড়ি শহরের চুনিলাল রোড এলাকায়। ভাসল জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন এলাকা।
শনিবার এবং রবিবার লাগাতার বৃষ্টির কারণে জলপাইগুড়ি শহরের বিশেষ করে পান্ডাপাড়া চুনিলাল রোড , মহামায়া পাড়া সহ বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টির কারণে জল জমে যায়। নর্দমাগুলিতে জল ছিল ভরা। অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিশাল আকৃতির গাছের ডাল পড়ে বিপত্তি দেখা যায় জলপাইগুড়ি হলদিবাড়ি রোডের যান চলাচল বন্ধ ছিল।
জলপাইগুড়ি হলদিবাড়ি রোডে বিশাল আকৃতির গাছ পড়ে বিপত্তির ঘটনায় তিনজন আহত হন। যাঁদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে জলপাইগুড়ি-হলদিবাড়ি রোডে একটি বিশাল আকৃতির রেনট্রি গাছের ডাল ভেঙে পড়ে। আর সেই বিশাল আকৃতির ডাল ভাঙার ফলে তিনটি দোকান সহ একটি টোটো নষ্ট হয়ে যায়। কারণ টোটোর উপরে পড়ে গাছের ডালটি । ঘটনাস্থলে উপস্থিত হয় জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ দমকল বাহিনী। আসে জলপাইগুড়ি বিপর্যয় মোকাবিলা বাহিনী। গাছ কাটার কাজ শুরু করে। বেশ কিছুটা সময় হলদিবাড়ি জলপাইগুড়ি রুটে বাস চলাচল বন্ধ ছিল।
Jalpaiguri Rain
টানা বৃষ্টিতে ভাসল জলপাইগুড়ি, পড়ল গাছ

×
Comments :0