রাজ্য সাত দফায় হবে লোকসভা ভোট। বেশিরভাগ স্কুলগুলোতেই হবে ভোট কেন্দ্র। যার জেরে গরমের ছুটির নির্ধারিত সময়ের আগেই অনেক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোন জেলায় কবে ছুটি। ১৯ এপ্রিল থেকে রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ শুরু। প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেই কারণে ওই তিন জেলায় ১৬ এপ্রিল, মঙ্গলবার থেকে ২০ এপ্রিল, শনিবার পর্যন্ত বন্ধ থাকছে স্কুল। ২৬ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট কেন্দ্রে। সে কারণে ২৪ এপ্রিল, বুধবার থেকে ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের স্কুলগুলি বন্ধ রাখা হবে। ২০২৪ সালের ৬ মে থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হবে। শেষ হবে ২ জুন। ভোট শেষ হবে ১ জুন, ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন। গরমের ছুটি শেষ হতে চলেছে ২ জুন।
West Bengal School: Summer Holiday
স্কুলে গরমের ছুটি জেলা অনুযায়ী রদবদল
×
Comments :0