Rain North West India

বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তর পশ্চিম ভারত, বাড়ছে মৃতের সংখ্যা

জাতীয়

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পশ্চিম ভারতের একাংশ। জম্মু কাশ্মীর, উত্তরাখন্ড সহ একাধিক রাজ্যে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। নিখোঁজ বহু। প্রশাসন সূত্রে খনর পাজ্ঞাবে প্রায় ২৯ জনের মৃত্যু হয়েছে। একাধিক ব্যাক্তির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। 
রাস্তায় জমে থাকা জল এবং বণ্যার কারণে একাধিক রাস্তায় বন্ধ পরিবহন পরিসেবা এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশ, কাশ্মীর, উত্তরাখন্ডের মতো রাজ্য গুলোয় বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন বলে পিটিআই সূত্রে খবর। 
পাজ্ঞাব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বণ্যা এবং বৃষ্টির কারণে রাজ্যের প্রায় ১০টি জেলা জলমগ্ন। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কথায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 
অন্যদিকে জম্মু কাশ্মীরে ৫০ জন এবং উত্তরাখন্ডে ১০ জনের মৃত্যু হয়েছে বণ্যার কারণে। উত্তরাখন্ডে প্রায় ৬৯ জন নিখোঁজ বলে প্রশাসন সূত্রে খবর। বৃষ্টি এবং বণ্যার কারণে টানা আটদিন বন্ধ রয়েছে জম্মু শ্রীনগর হাইওয়ে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর এখনই আবহাওয়ার কোন উন্নতির সম্ভাবনা নেই। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরাখন্ডে, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, দিল্লি, পাজ্ঞাব, হরিয়ানার মতো রাজ্য গুলোয় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Comments :0

Login to leave a comment