Russia-Ukraine war

ভারতের ওপর পরোক্ষ নিষেধাজ্ঞা রাশিয়ার থেকে তেল কেনায়, বলল হোয়াইট হাউস

আন্তর্জাতিক

ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে ভারতকে পরোক্ষ নিষেধাজ্ঞার আওতায় এনেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই মন্তব্য করেছেন হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিত।
হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আমেরিকার রাষ্ট্রপতির ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষে করার জন্য ভারতের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা সহ বহু যথাযথ পদক্ষেপ নিচ্ছেন।
উল্লেখ্য, ভারতের ওপর প্রথমে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপায় আমেরিকা। পরে আরো ২৫ শতাংশ জরিমানা চাপানো হয়। এই জরিমানার কারণ হিসেবে রাশিয়ার থেকে তেল কেনাকে দেখানো হয়। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আগেই চাপিয়েছে আমেরিকা। সে দেশের সঙ্গে লেনদেনের কারণে পরোক্ষ নিষেধাজ্ঞার আওতায় আনা হয় ভারতকে।
ভারত জানায় যে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার তেলের দাম কম ছিল বলে আমদানি করা হয়েছে। কিন্তু আমেরিকার কড়া সমালোচনা থেকে বিরত থেকে নরেন্দ্র মোদী সরকার।
এদিনই দিল্লিতে রাশিয়ার দূতাবাস বলেছে যে এ বছরই রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। আমেরিকার বাজারে ভারতীয় পণ্যকে যদি ঢুকতে দেওয়া না হয় রাশিয়ার বাজার খোলা আছে। আমেরিকার এই সিদ্ধান্ত অন্যায্য।

Comments :0

Login to leave a comment