Debra Gang-Raped

কাজের টোপ দিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ডেবরায়

রাজ্য জেলা

ফের রাজ্যে দলবেঁধে ধর্ষণের অভিযোগ। এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। কাজ দেওয়ার টোপ দিয়ে গাড়ির মধ্যে দলবেঁধে ধর্ষণ করা হল এক যুবতীকে। জানা গেছে যুবতীকে হুগলী থেকে নিয়ে আসা হয় পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। তারপর দলবেঁধে ধর্ষণ করা হয়।  অভিযুক্ত তিনজন বন্ধু বলে জানা গেছে। তিন বন্ধুমিলে যুবতীকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। পরিকল্পনা করেই দলবেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 
পুলিশ সূ্ত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ট্রেনিং দিয়ে কাজ পাইয়ে দেওয়ার। সেই সূত্র ধরে হগলীর এক যুবতী যোগাযোগ করেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার এক যুবকের সঙ্গে। ওই যুবতীকে বলা হয় ডেবরায় আসুন ট্রেনিং দিয়ে কাজের ব্যাবস্থা করে দেওয়া হবে। কথা মতো হুগলীর ওই যুবতী শক্রবার সকালে পৌছে যায় পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। অভিযোগ ট্রেনিং দেওয়ার অছিলায় ওই যুবতীকে একটি গাড়িতে উঠতে বলা হয়। কথা মতো গাড়িতে ওঠেন তিনি। অভিযোগ নানা অজুহাতে সকাল থেকে সন্ধ্যা প্রর্যন্ত ওই যুবতীকে গাড়িতে করে ঘোড়ানো হয়। তারপর একে একে তিনজন দলবেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। কোনও ভাবে গড়ি থেকে নেমে পালিয়ে ডেবরা থানায় পৌঁছে যান নির্যাতিতা। থানায় গিয়ে নির্যাতিতা তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। শনিবার সকালে ডেবরা থানার বাড়াগড় এলাকা থেকে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। এদিনই ওই অভিযুক্ত যুবককে মেদিনীপুর আদালতে পেশ করা হলে বিচারক তিনজনকে পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি বিস্তারিত ভাবে জানার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে আর কেই যুক্ত আছে কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পরিচয় জানায়নি পুলিশ।

Comments :0

Login to leave a comment