আর জি কর হাসপাতালের এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের নাম শুভজিৎ আচার্য্য (৩৭)।
মধ্যমগ্রাম শিশির কুঞ্জের বাসিন্দা, পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ শুভজিৎ আচার্য, রবিবার রাতে অসুস্থও বোধ করায় তাঁকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
ওষুধের বিষক্রিয়া, কাজের চাপ নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা নিয়ে রয়েছে সংশয়।
পারিবারিক সূত্রে দাবি, কয়েকদিন ধরেই এই চিকিৎসকের ওপর কাজের চাপ বেড়ে গিয়েছিল। সিনিয়র ডাক্তার হয়ে কাজ নিয়ে চাপেই থাকতেন তিনি।
হাসপাতাল সূত্র খবর, চিকিৎসক হার্টবিট নিয়ন্ত্রণের জন্য ওষুধ খেতেন। ওই দিন বেশ কয়েকটি ঘুমের ওষুধ ও খেয়েছিলে তিনি। শরীরে ওষুধের মাত্রা বেড়ে যেতেই মৃত্যু হয় তার।
চিকিৎসকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনায় চিকিৎসকের বাড়ির এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমানে বারাসত থানা এই রহস্যজনক মৃত্যুর তদন্ত করছে।
প্রসঙ্গত, দু’দিন আগেই শালিনী দাশ নামে এক চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাঁরই বাড়ি থেকে। ওই মৃত্যুকে কেন্দ্র করেও সংশয়ের সৃষ্টি হয়।
Death Doctor
আচমকা মৃত্যু তরুণ চিকিৎসকের, কারণ নিয়ে সংশয়
×
Comments :0