বেলঘরিয়া কলোনি বাজার এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করেছিলেন যুবক। চাঁদা দিতেও অস্বীকার করেছিলেন। তার জেরে আক্রান্ত হয়েছেন এই যুবক অনন্ত মহান্তি।
বেলঘরিয়া দেশপ্রিয় নগরে কলোনি বাজার এলাকা। অভিযোগ, হামলায় জড়িতদের বিভিন্ন সময়ে মদত দিয়েছে তৃণমূল।
আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগ অনন্ত বাড়ি ফেরার সময় স্থানীয় রোহিত সিংয়ের দলবল হামলা চালায়। বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়। তাঁর বাইক ফেলে দিয়ে মারধর করা হয়। অনন্ত চিৎকার করলে ছুটে আসেন পরিজনরা।
তাঁকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। শনিবার সকালে পরিবার বেলঘরিয়া থানায় অভিযোগ জানায়। বর্তমানে সংকটজনক অবস্থায় ওই যুবক সাগর দত্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের অভিযোগ, এলাকায় অসামাজিক কার্যকলাকার্যকলাপের প্রতিবাদ করছিল তার ছেলে। পাশাপাশি পুজোকে কেন্দ্র করে তার ছেলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। তা দিতে তিনি অস্বীকার করায় তাকে মারধর করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। গোটা ঘটনায় আতঙ্কে পরিবার।
স্থানীয় কাউন্সিলরের দাবি তিনি ফেসবুকে মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন। রোহিত সিংয়ের নেতৃত্বে বেলঘরিয়া স্টেশন সংলগ্ন অঞ্চলে গণেশ পূজা চলছে। জোর করে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে।
Belgharia
চাঁদার জুলুমের প্রতিবাদ করায় হামলা বেলঘরিয়ায়, গুরুতর আহত যুবক

×
Comments :0