Coromandel Express Accident

বাড়ি ফিরলেন ট্রেন দুর্ঘটনায় জখম ১২পরিযায়ী শ্রমিক

জেলা

Coromandel Express Accident


পেটের দায়ে ভিন রাজ্যের কাজে যাচ্ছিলেন। শুক্রবার বালেশ্বরের দুর্ঘটনাগ্রস্ত ট্রেনেই ছিলেন নাদনঘাটের ১২ জন পরিযায়ী শ্রমিক। কোন মতে প্রাণে বেঁচে রবিবার বাড়ি ফিরেছেন তাঁরা। ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭৫ জন। আহত হয়েছেন ১ হাজার ৭৫ জন। তাদের মধ্যে ৭০০ বেশি মানুষকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এমনটাই খবর রেল সূত্রে। দুর্ঘটনায় পড়া নাদনঘাটের ১২ জন পরিযায়ী শ্রমিক এদিন কালনায় ফিরে আসেন। 

প্রাণহানি না হলেও এঁদের  কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো কোমরে চোট লেগেছে, কারো বা মাথা ফেটেছে। এঁরা প্রত্যেকেই অসুস্থ তাই এদিন দুপুরেই কালনা মহাকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানেই চিকিৎসা চলছে তাদের। এঁরা প্রাণ না হারালেও, হারিয়েছেন শ্রম দেওয়ার হাতিয়ার। তাই তাদের জীবন জীবিকায় ১০০ শতাংশ টান পড়া প্রায় নিশ্চিত হয়ে গেছে। পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত নাদনঘাট গ্রাম পঞ্চায়েতের মোট ১২ জন পরিযায়ী শ্রমিক করমন্ডল এক্সপ্রেসে কেরালায় যাচ্ছিলেন নির্মাণের কাজে। খরস গ্রামের ৭ জন, সাজিয়ারার ১ জন, আকুবপুরের ২ এবং ধামাই গ্রামের ২জন। আহত জমির মন্ডল এবং রহিম মন্ডল জানান, এখানে সেই রকম কাজ থাকলে কি আমরা কেরলে যেতাম ? কিন্তু কোন উপায় না থাকায় আমাদের ভিন রাজ্যে যেতে বাধ্য হতে হয়। সুস্থ হয়ে উঠলে আবার আমাদের যেতে হবে সেই ভিন রাজ্যেই।

Comments :0

Login to leave a comment