Indian Polluted Cities

বিশ্বের ২০টি দুষিত শহরের মধ্যে ১৫টিই ভারতীয় শহর

আন্তর্জাতিক

পৃথিবীর সব থেকে দুষিত ২০টি শহরের মধ্যে ১৫টি শহরই ভারতে অবস্থিত। সুইস এয়ার কোয়ালিটি টেক্নোলজি কোম্পানির প্রকাশিত দুষিত শহরের তালিকায় শির্ষে পাকিস্তানের লাহোর থাকলেও ১৫টি স্থান দখল করে রয়েছে ভারতের বিভিন্ন শহর। দ্বিতীয় স্থানে রয়েছে চিনের হটান, তৃতীয় স্থানে ভারতের ভিওয়ান্ডি। তারপর দিল্লি, পঞ্চম স্থানে ফের পাকিস্তানের পেশোয়ার, ষষ্ঠ স্থানে ভারতের দ্বারভাঙ্গা, আসোপুর, অষ্টম স্থানে রয়েছে চাদের জামেনা। নবম স্থানে ফের ভারতের নতুন দিল্লি শহরের নাম রয়েছে, এরপর রয়েছে পাটনা, গাজিয়াবাদ, ধারুহেরা। ১৩তম স্থানে ইরাকের বাঘদাদ শহর থাকলেও ১৪ ২০তম স্থান ভারতের দখলে।


১৫তম স্থানে ছাপরা, মুজাফ্ফরনগর, ফৈজলাবাদ, গ্রেটার নয়ডা, বাহাদুরগর, ফরিদাবাদ, মুজাফ্ফরপুর। প্যরিস জল বায়ু সমঝোতা অনুযায়ী ভারত দুষণ নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা রেখেছে ২০৩০ পর্যন্ত। কিন্তু যেভাবে ভারতের বিভিন্ন শহরে দুষণের মাত্রা বাড়ছে তাতে দেশের সরকার যে দুষণ নিয়ন্ত্রণে যথেষ্ট সক্রিয় নয় তা প্রমানিত।

Comments :0

Login to leave a comment