PAKISTAN CRICKET TEAM

বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-কানাডা ম্যাচ, বিদায়ে বিদ্ধ পাকিস্তান

খেলা

india pakistan cricket t-20 world cup bengali news

বৃষ্টির জন্য আমেরিকার ফ্লোরিডার লউডারহিলে ভেস্তে গিয়েছিল আমেরিকা-পাকিস্তান ম্যাচ। গ্রুপ স্তরের এই ম্যাচ পাকিস্তানের জন্য ছিল জীবন মরণ ম্যাচ। সেই ম্যাচ ড্র হওয়ায় ৪ পয়েন্ট নিয়ে দেশে ফিরতে হয়েছে বাবর আজমদের। ৫ পয়েন্ট নিয়ে নক আউটের যোগ্যতা অর্জন করেছে আমেরিকা। 

শনিবার সেই লউডারহিলেই বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত-কানাডা ম্যাচও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী, ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ৮৫ শতাংশ। যদিও শনিবারের ম্যাচ ভন্ডুল হলেও নাটকীয় কোনও পট পরিবর্তন হবে না। কারণ, ভারত ইতিমধ্যেই নক আউটে পৌঁছে গিয়েছে, এবং টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে কানাডা। 

অপরদিকে বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের ফলে চরম সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানি টিম ও পাক ক্রিকেট বোর্ড। ওয়াসিম আক্রাম, শোয়েব মালিকের মত আন্তর্জাতিক মঞ্চে দাপট দেখানো প্রাক্তন ক্রিকেটারদের ক্ষোভ, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রাজনীতির আখড়ায় পরিণত করা হয়েছে। তারফলে দল বাছাইয়ে নজিরবিহীন স্বজন পোষণ দেখা যাচ্ছে। স্বাভাবিক ভাবেই দলের পারফর্মেন্সে তার প্রভাব পড়ছে। 

নিজের হতাশা প্রকাশ করে সোশ্যাল মিডিয়া এক্স( পূর্বতন) টুইটারে একটি পোস্ট করেন শোয়েব আখতার। সেখানে তিনি শুধু লেখেন, ‘‘পাকিস্তানের বিশ্বকাপে পথচলা শেষ।’’

সেই পোস্টের কমেন্টে এসে নিজেদের ক্ষোভ উগড়ে দেন পাকিস্তানের ক্রিকেট প্রেমী জনতা। সেখানে কেউ লিখেছেন, ‘‘যাত্রা শুরুর আগেই যাত্রা ভঙ্গ করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।’’

বিশ্বকাপে খেলতে নামার আগে পাকিস্তানি সেনার কাছে বিশেষ ট্রেনিং নিয়েছিল পাকিস্তানি ক্রিকেটাররা। সেই সময়ও প্রাক্তন ক্রিকেটাররা বলেছিলেন, এইসব না করে খেলায় মন দিলে বেশি ভালো হবে। সেই ঘটনার রেশ টেনে হাবিব খান নামে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘‘বিশ্ব মানের ট্রেনিংয়ের ফলেই এই অবস্থা।’’

 

 

 

Comments :0

Login to leave a comment