MUKTADHARA / POET MADHUSUDAN DUTTA

মুক্তধারা কবিতা / কবি মধুসূদন

সাহিত্যের পাতা

MUKTADHARA  POET MADHUSUDAN DUTTA 29 JUNE

মধু কবি
  নির্মলেন্দু শাখারু

কবি হবে ভেবেছিল
সাহেব-কবি 'শেলি'-র মতো,
পারল না সে ফিরে এল_
বাংলাতে সে-ই লিখল কত!

কাব্য-নাটক বাদ রাখেনি_
একে একে ফেলল লিখে,
আজ কবি তাই স্মরণীয়
বরণীয় দিকে দিকে!

'অমিত্রাক্ষর' ছন্দ নিয়ে
টানল কবি আলোর রেখা,
বাংলা-সনেট তাঁরই গড়া 
কাব্যতে যায় প্রথম দেখা।

বাঙাল হয়েও কাঙাল সে নয়
বাঙালির আজ গর্ব সে যে,
তাঁর আলোতেই সাহিত্যাকাশ
খুশির রঙে উঠল সেজে!

Comments :0

Login to leave a comment