MONDA MITHI NATUN BANDHU SINJAN MUKHERJEE

মণ্ডা মিঠাই পরিবেশ ভাবনা নতুন বন্ধু সিঞ্জন মুখার্জী

ছোটদের বিভাগ

MONDA MITHI NATUN BANDHU  SINJAN MUKHERJEE 3 JUNE

বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে
 

পরিবেশ

সিঞ্জন মুখার্জী

পরিবেশ আমাদের জীবনে বন্ধুর মত কাজ করে।পরিবেশ কে যদি আমরা বন্ধু বলেও অভিহিত করি তা কম বলা হবে বলে আমি মনে করি।পরিবেশ আমাদের বিভিন্ন ভাবে সাহায্য করে।তার উদাহরণ হলো–গাছ ,জল
মাটি,বাতাস ইত্যাদি নানা উপহার পরিবেশ আমাদের দিয়েছে।


পরিবেশ কে দুটি ভাগে বিভক্ত করা যায় যথা–
১.সামাজিক পরিবেশ,
২.প্রাকৃতিক পরিবেশ।

পরিবেশ আমাদের জীবনে ঠিক মায়ের ভূমিকা পালন করে।একজন মায়ের একজন সন্তান কে যে যে ভাবে দেখাশোনা করা উচিত,
পরিবেশ আমাদের সেই সকল প্রকার কাজ করে। কিন্তূ আমরা পরিবেশের যত্ন নিই না।তার একটি উদাহরণ হলো “বৃক্ষ ছেদন” করা।এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো পরিবেশের যদি যত্ন নেওয়া হয় তাহলে পরিবেশ আমাদের সাহায্য করবে কিন্তু পরিবেশের যত্ন না নিলে পরিবেশ আমাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেবে।তার উদাহরণ হলো –ঝড়বৃষ্টি,বজ্রপাত ইত্যাদি।বৃক্ষ যতো ছেদন করা হবে তত মানুষের মৃত্যুর হার ক্রমশ বাড়তে থাকবে।আমাদের মনে রাখা উচিত “একটি গাছ একটি প্রাণ”।পরিবেশে আমাদের সাহায্যের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে “গাছ”।মনে রাখা দরকার গাছ না থাকলে হয়তো মানবজগত তৈরি হতো না।গাছ আমাদের বিভিন্ন ভাবে সাহায্য করে।তাই আজ পরিবেশ দিবসের দিনে আমি প্রতিজ্ঞা করছি গাছ লাগাবো।মনে রাখা দরকার যতো গাছ লাগানো হবে তত মানবজাতির সংখ্যার হার বাড়বে,যতো গাছ কাটা হবে তত মানুষের সংখ্যার হার ক্রমশ কমবে।

সিঞ্জন মুখার্জী
অষ্টম শ্রেণী,
কল্যাণনগর বিদ্যাপীঠ
খড়দহ, উত্তর চব্বিশ পরগনা
২ নং সূর্যসেন নগর খরদহ।
৯৪৩৩১৯৬৬৪৮

Comments :0

Login to leave a comment