জম্মু ও কাশ্মীরে গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস। বুধবার রাত প্রর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৩৮ জন। জখম হয়েছেন ১৯ জন। এখনও চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। এদিন বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ বাতোতে কিশতোয়ার জাতীয় সড়কের উপর দিয়ে ৫৬ জন যাত্রী নিয়ে জম্মু যাচ্ছিল বাসটি। ত্রুঙ্গাল-আসারের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তা থেকে খাদে গিয়ে পড়ে বাসটি। গভীর খাদে পড়ে বাসটি মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। কয়েকজনের দেহ কার্যত ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। আবার যাত্রীদের মধ্যে কাউকে কাউকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে কারোরই নাম-পরিচয় পুলিশ জানায়নি। এদিকে, এই রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং পরপর প্রাণহানি হলেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।
স্থানীয়রাই দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে বিরাট সংখ্যায় পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান। দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ভিতর থেকে যাত্রীদের বের করে আনার চেষ্টা করেন তাঁরা। জখমদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ডোডার ডেপুটি কমিশনার হরবিন্দর সিং জানান, বাসটি রাস্তার নির্দিষ্ট দিক দিয়ে আসছিল না বলেই এই দুর্ঘটনা ঘটেছে। ডিভাইডারেও ধাক্কা মারে ওই বাস। তারপর উলটে যায়। বাসের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তও হবে। আহত প্রত্যেককেই জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। প্রথমে জখমদের ডোডার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চোট গুরুতর হওয়ায় তাঁদের তড়িঘড়ি জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে।
Comments :0