BIHAR 5 Kids Drowned

দিওয়ালির ছুটিতে পুকুরে নেমে মৃত্যু ৫ শিশুর

জাতীয়

দিওয়ালির ছুটিতে খেলছিল সব ভাইবোন একসঙ্গে। বড়দের নজর এড়িয়ে নেমেও পড়েছিল বড় পুকুরে। কিছু পরেই জলে ডুবে মারা গিয়েছে পাঁচ ভাইবোন। 
বিহারের কৈমুর জেলার করমচাঁদ গ্রামের এই ঘটনায় স্তম্ভিত গোটা রাজ্য। শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। 
স্থানীয়রা জানিয়েছেন শিক্ষক সুশীল কুমারের বাড়িতে বেড়াতে আসেন বোন বিভা দেবী। তিনি খেতে যান ফসল দেখতে। পিছন পিছন ছোটরাও আসতে থাকে। কখন যে তারা নজর এড়িয়ে পুকুরে নেমে পড়েছে খেয়াল করেননি তিনি। 
গ্রামেরই এক যুবক দেখতে পায় যে শিশুরা হাবুডুবু খাচ্ছে পুকুরে। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন জড়ো হন। শিশুদের জল থেকে তোলা গেলেও বাঁচানো যায়নি। 
পুকুরের ধারে বসেছিল এক শিশু। সে জানিয়েছে যে ওদের একজন জলে নেমে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে অন্য ভাইবোনরাও টেনে আনার চেষ্টা করে। তখনই পরপর হাবুডুবু খেতে খেতে থাকে। 
মৃত শিশুদের মধ্যে রয়েছে সুশীল কুমারের তিন সন্তান অনুপ্রিয়া, অংশুপ্রিয়া এবং মধুপ্রিয়া। তাঁর ভাই অমরেন্দ্রর দুই সন্তান অপূর্বা এবং অমনও মারা গিয়েছে মর্মান্তিক এই ঘটনায়। শিশুদের বয়স ৭ থেকে ১২। 
গরমের ছুটি বা স্কুল ছুটির মরশুমে বারেবারেই জলে ডুবে মৃত্যু হচ্ছে শিশুদের। দেশের বিভিন্ন এলাকায় এমন ঘটনা দেখা যাচ্ছে। 

Comments :0

Login to leave a comment