MUKTADHARA Poem Rathindranath Bowmik

মুক্তধারা কবিত / করোনা লক্ষ্মন

সাহিত্যের পাতা

MUKTADHARA  Poem Rathindranath Bowmik 6 june

করোনা লক্ষ্মন
 

রথীন্দ্রনাথ ভৌমিক

নাকে পাচ্ছেন গন্ধ বঙ্কুবাবু?
তাহলে করোনা করে নিশ্চয় কাবু।

অক্সিমিটারে দেখুন ‌অক্সিজেন--
নব্বই থেকে নামলে বিপদ, জানেন?

চোখে দেখছেন একটাকে দুটো করে?
দরোজায় যম দুই হাতে কড়া নাড়ে।

যেখানেই যাই নেবে গুনে সাত লা‌খ---
রোগ থেকে বেঁচে খিদের আগুনে লাফ।

ভেবোনা শঙ্কু, যাও তুমি পথ দেখ--
জ্বালানি তেলের দাম-লাফে চোখ রা‌খো।

করোনা ভালুক জেনো মরা-লোক ছোঁয়না--
করোনার প্রাণে করোনার ভ‌য় হয়না! 


 

Comments :0

Login to leave a comment