Kapil Dev's team supporting wrestlers

কুস্তিগিরদের পাশে কপিল দেব, গাভাসকর

জাতীয় জেলা

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজ ভুষণ শরণ সিংয়ের গ্রেপ্তারির দাবিতে দিল্লিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কুস্তিগিররা। গত রবিবার দিল্লির রাস্তায় ফেলে নিগ্রহ করা হয় ভারতের পদক জয়ী কুস্তিগিরদের। তাঁদের অপরাধ একটাই, তাঁরা প্রতিবাদ আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন। তার ১৪৪ ধারা জারি করে যন্তর মন্তরে তারা যাতে আর বসতে না পারে সেই ব্যবস্থাও করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণে চলা দিল্লি পুলিশ। কুস্তিগিরদের হেনস্তা হতে দেখে চুপ থাকেননি দেশের সাধারণ মানুষ থেকে প্রাক্তন খেলোয়াররাও। শুক্রবার প্রাক্তন অধিনায়ক কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল এবার কুস্তিগিরদের পাশে এসে দাড়াল।


সেই দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''আমাদের দেশের চ্যাম্পিয়ন কুস্তিগীরদের মারধর করা হয়েছে। এই অপ্রীতিকর দৃশ্যে আমরা ব্যথিত এবং উদ্বিগ্ন। এর থেকেও বেশি আমরা উদ্বিগ্ন যে তাঁরা তাঁদের কষ্ট করে জেতা পদক গঙ্গায় বিসর্জন দেওয়ার কথা ভাবছেন।''


বিবৃতিতে আরও জানানো হয়েছে, ''এই পদকগুলির সঙ্গে বছরের পর বছর প্রচেষ্টা, ত্যাগ, সংকল্প এবং দৃঢ়তা জড়িয়ে রয়েছে। এটি কেবল তাঁদের নিজস্ব নয়, জাতির গর্ব এবং আনন্দ। আমরা তাঁদের এই বিষয়ে কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ করছি এবং আশা করি তাঁদের অভিযোগ দ্রুত শোনা হবে এবং সমাধান করা হবে। দেশের আইনকে প্রাধান্য দিন।''
ব্রিজ ভুষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগের কপি প্রকাশ্যে এসেছে। এফআইআর’এ কি ভাবে তরুণী কুস্তিগিরদের যৌন হেনস্তা করতেন ব্রিজ ভূষণ তাও বিস্তারিত রয়েছে। এদিকে হরিয়ানার কুরুক্ষেত্রে শুক্রবার খাপ পঞ্চায়েতের সভায় থেকে সরকারকে ৮-৯ জুন পর্যন্ত সময় দিয়েছেন কৃষকরা।

Comments :0

Login to leave a comment