Gyanvapi ASI

জ্ঞানবাপীর সমীক্ষার জন্য আরও ১৫ দিন সময় চাইল প্রত্নতত্ত্ব বিভাগ

জাতীয়

জ্ঞানবাপী মসজিদে প্রত্নতাত্ত্বিক সমীক্ষার জন্য আরও ১৫ দিন সময় চাইলো প্রত্নতত্ত্ব বিভাগ। বারাণসী জেলা আদালতে শুক্রবার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া শুক্রবার বলেছে যে সমীক্ষার কাজ শেষ। কারিগরি রিপোর্ট হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।  

গত ২ নভেম্বর হাই কোর্টে প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছিল সমীক্ষা শেষ। রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো দরকার। ১৭ নভেম্বর রিপোর্ট জমা দিতে বলেছিল আদালত। তারও আগে, ৫ অক্টোবর বারাণসী জেলা আদালত জানিয়েছিল রিপোর্ট জমা দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হলো। সেই সময়সীমা আগেই পার হয়ে গিয়েছে।

হিন্দুত্ববাদীদের দাবি, জ্ঞানবাপী মসজিদের ভিতরে বহু হিন্দু দেব দেবীর মূর্তি রয়েছে। হিন্দু মন্দির ভেঙে শতাব্দী প্রাচীন এই মসজিদ তৈরি করা হয়েছে। ভিডিও এবং ছবি সমাজিকমাধ্যমে প্রকাশ্যে এনে তারা আরও দাবি করেন যে, মসজিদের অজুখানায় যেই পাথর রয়েছে তা নাকি শিবলিঙ্গ। যদিও কোনও বিশেষজ্ঞ রিপোর্ট এই দাবির সপক্ষে পেশ করা হয়নি। আদালতে বিষয়টি গেলে ‘বৈজ্ঞানিক সমীক্ষা’-র নির্দেশ দেওয়া হয় আর্কিওলজিক্যাল সার্ভেকে।  

এলাহাবাদ হাই কোর্টের নির্দেশে প্রত্নতাত্তিক সমীক্ষা শুরু হলে মসজিদ কমিটি তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। মসজিদের বিভিন্ন স্থাপত্য এবং একাধিক জায়গা ভাঙার আশঙ্কা জানায় মসজিদ কমিটি। যদিও সমীক্ষার নির্দেশকে বহাল রাখে আদালত। 

বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্রে জ্ঞানবাপী মসজিদ এখন লক্ষ্য হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক বিভিন্ন অংশের প্রচারে। এই মসজিদ মন্দির ভেঙে তৈরি, এমন প্রচার কেবল সংবাদমাধ্যমে নয়, সামাজিক স্তরেও ছড়িয়ে দেওয়া হয়েছে। 

অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের চৌহদ্দিতে রামমন্দির তৈরির অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। ঘটনা হলো, শীর্ষ আদালতের রায়ে নির্দিষ্ট প্রত্নতাত্ত্বিক প্রমাণকে ভিত্তি হিসেবে ধরা হয়নি। মন্দির ভেঙে মসজিদ হয়েছিল, নানা পর্বে সর্বেক্ষণের পরও এমন নির্দিষ্ট প্রমাণ হাজির হয়নি। ‘ভাবাবেগ’-কে প্রাধান্য দিয়েই এই অনুমতি দেওয়া হচ্ছে, বলা হয়েছিল রায়ে। 

১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর বিজেপি এবং আরএসএস স্লোগান তুলেছিল ‘ইয়ে তো সির্‌ফ ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়।’ রাম মন্দিরের রায়ের পর জ্ঞানবাপী এবং মথুরা নিয়ে হিন্দুত্ববাদীদের তৎপরতা বেড়েছে লোকসভা ভোটের আগে।

Comments :0

Login to leave a comment