Ajit Pawar Dead

বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ার মৃত

জাতীয়

বিমান ভেঙে মর গিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিমানের পাইলট সহ মত পাঁচজন মারা গিয়েছেন। মুম্বাই থেকে বারামতি আসার পথে আপৎকালীন অবতরণ করতে চাইছিল বিমান। সে সময়েই ভেঙে পড়ে। 
ঘটনার ভিডিও তে দেখা গিয়েছে যে প্রবল ধোঁয়া বের হচ্ছে। ছুটে যাচ্ছে ,অ্যম্বুলেন্স। ঠিক কি কারণে বিমান ভেঙে পড়েছে জানায়নি অসামরিক বিমান পরিবহণ ডিরেক্টরেট।

Comments :0

Login to leave a comment