B R ambedkar

উত্তর ২৪ পরগনার জুড়ে পালিত হলো আম্বেদকারের জন্মদিবস

জেলা

উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে পালিত আম্বেদকরের জন্মদিবস।

পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ'র উদ্যোগে সোমবার বারাসাত নপাড়া কালার মোরে আম্বেদকারের ১৩৫ তম জন্মদিবস পালন করা হয়। নতুন ভারত গঠন ও আম্বেদকারের ভাবনা বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক অশোক সাহা, পৌরপতিনিধি দুলাল দাস,সমীরন দাস। এই আলোচনায় জেলা সম্পাদক কিশোর প্রামাণিক বলেন, “কাম্য মৈত্রী সৌভাতিত্য ও স্বাধীনতার পূজারী বাবাসাহেব দলিত সমাজের রাজনৈতিক কর্তৃত্ব অর্জনের বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়েছেন। বঞ্চিত সমাজকে উপেক্ষা করে দেশটা শুধুমাত্র হিন্দু মুসলমানের মধ্যে কেন বিভক্ত হবে। আজকের ভারতে নতুন করে মাথা তুলছে মনুবাদের ভূত। এখন পশ্চিমবঙ্গে নিচু জাতের মানুষ হওয়ার অপরাধে মন্দিরে প্রবেশ করার জন্য আইনের দ্বারস্থ হতে হচ্ছে। অবশ্যই সাম্য সাধক গণতন্ত্র প্রিয় প্রগতিচিন্তক সকল মানুষকে জোটবদ্ধ হয়ে এই সর্বনাশা স্রোতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

রাজারহাট পৌর ও ব্লক কমিটির উদ্যোগে গৌরাঙ্গনগর ব্রিজ থেকে জগৎপুর ব্রিজ পর্যন্ত দীর্ঘ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রার উদ্বোধন করেন জেলা সভাপতি পরিমল মিস্ত্রি। তিনি বলেন, "দেশের সরকারকে অবিলম্বে জাতভিত্তিক জনগণনার কাজ শুরু করতে হবে। সংবিধানে পিছিয়ে পড়া অংশের মানুষের যে অধিকার দেওয়া আছে তাকে দেশ ও রাজ্যের সরকারকে বাস্তবায়িত করতে হবে।" জেলার নেতৃত্ব সুব্রত মজুমদার ও অধীর সরকার উপস্থিত ছিলেন। 
বনগাঁ সাব ডিভিশনের সমস্ত ব্লক ও পৌর অঞ্চলে মর্যাদার সাথে ডঃ বি আর আম্বেদকর জন্মজয়ন্তী পালন করা হয়। এই কর্মসূচি গুলোতে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় মঞ্চের নেতা তাপস বিশ্বাস, পীযূষ সাহা, সুশান্ত বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব। 
হাবরা ও অশোকনগর বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আম্বেদকার জয়ন্তী পালন করা হয়। কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন জয়ন্ত রায় ও নীহার কাঞ্জিলাল। 
বাদুড়িয়া, স্বরূপনগর, হাড়োয়া ও মিনাখাতে মর্যাদার আম্বেদকার জয়ন্তী পালন করা হয়। আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। ক্ষিতীশ মন্ডল, রবীন্দ্রনাথ দাস ও দীনবন্ধু দাস বক্তব্য রাখেন ও দাবী জানান বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা চালু করার।
ব্যারাকপুর ব্লকের ২ বরানগর , টিটাগর, উত্তর দমদম ও নিউ ব্যারাকপুর পৌর অঞ্চলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ডঃ বি আর আম্বেদকর কে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা সম্পাদক কিশোর প্রামানিক জানান, "ডক্টর বি আর আম্বেদকর ১৩৫ তম জন্মজয়ন্তীতে উত্তর চব্বিশ পরগনা জেলার ৬৯ টি অঞ্চলে বিশেষ মর্যাদার সাথে পালন করা হয়। এই জন্মদিন পালনের মধ্যে দিয়ে দাবি করা হয় অবিলম্বে জাতভিত্তিক জনগণনা করতে হবে। সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থান যার মধ্যে দিয়ে প্রকাশিত হবে।

Comments :0

Login to leave a comment