Actress death

লরির ধাক্কায় টেলি অভিনেত্রীর মৃৃত্যু

রাজ্য

শুটিং থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের। শনিবার রাতে শুটিং শেষে কলকাতা থেকে ডানলপের দিকে তাঁর অ্যাপ বাইকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে অনলাইনে বাইক বুক করেছিলেন সুচন্দ্রা দাশগুপ্ত (২৯)। বরাহনগরের মোড়ের কাছে সিগন্যালের ওই বাইকের সামনে হঠাৎ একটি সাইকেল চলে এলে বাইকের চালক ব্রেক কষেন। অভিনেত্রী বাইক থেকে পড়ে যান। ওই সময়ই পেছন থেকে একটি ১০ চাকার লরি অভিনেত্রীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মারা যান অভিনেত্রী।
ট্রাকসহ চালককে গ্রেপ্তার করেছে বরাহনগর থানার পুলিশ। সুচন্দ্রার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের আবহ তৈরি হয়েছে টলিপাড়ায়। 

Comments :0

Login to leave a comment