Anil Ambani

অনিল আম্বানিকে তলব ইডি'র

জাতীয়

রিলায়েন্স গ্রুপের কর্ণধার অনিল আম্বানি কে জেরার জন্য সমান পাঠালো ইডি। আগামী ৫ আগস্ট ব্যাংকের ঋণ খেলাপ প্রতারণা মামলায় অনিল আম্বানিকে তলক করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর।
প্রায় তিন হাজার কোটি টাকা ঋণ খেলাপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত ২৪ জুলাই প্রায় ৫০ টি সংস্থার দপ্তরে অভিযান চালিয়েছে ইডি। জেরা করা হয়েছে অনিল আম্বানি ঘনিষ্ঠ ২৫ জনকে। তাদের থেকে পাওয়া নথি এবং তল্লাশিতে পাওয়া নথির ভিত্তিতে অনিল আম্বানি কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
এর আগে সেবির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে ২০১৭-১৮ সালে অনিল আম্বানির সংস্থাকে বিপুল পরিমাণে লোন দেওয়া হয়। ইয়েস ব্যাংক এর পক্ষ থেকে এই লোন দেওয়া হয়েছিল।

Comments :0

Login to leave a comment