যুবভারতীতে ডুরান্ড কাপের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে রয়েছে মোহনবাগান। মোহামেডানের বিরুদ্ধে ১-০ এগিয়ে রয়েছে মোহনবাগান। ৯ মিনিটের মাথায় মহামেডানের সিমসনের বুদ্ধিদীপ্ত ফ্রি কিকটি পোস্টে লেগে ফিরে আসে। পর মুহূর্তেই থাপার সেন্টার থেকে সুহেলের শটটিও প্রতিহত হয় পোস্টে লেগে। ম্যাচের ১০ মিনিট থেকেই চাপ সৃষ্টি করছিল মহামেডান। কিছুটা চাপে পড়ে যাচ্ছিল মোহনবাগান গোলরক্ষক বিশাল। প্রথম ম্যাচে মোহনবাগানের লেফট ব্যাক অভিশেক সিং বেশ নজরকাড়া ফুটবল খেলছেন। বেশ কয়েকটি আক্রমণ দক্ষতার সঙ্গেই রুখে দিচ্ছিলেন। ২৩ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ২৭ মিনিটে কিয়ানের শটও পোস্টে লেগে প্রতিহত হয়। ৪৩ মিনিটের মাথায় বিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে ঝামেলার কারণে রেফারি সরাসরি লাল কার্ড দেখান মোহনবাগানের আপুইয়াকে ৪৩ মিনিটে।
DURAND CUP 2025
প্রথমার্ধে এগিয়ে মোহনবাগান

×
Comments :0