KOTA STUDENT SUICIDE

রাজস্থানের কোটায় আবার ঝুলন্ত দেহ ছাত্রের

জাতীয়

KOTA STUDENT SUICIDE ওয়েব সিরিজ ‘কোটা ফ্যাক্টরি’-র একটি দৃশ্য।

ফের কোটাফের অস্বাভাবিক মৃত্যু ছাত্রের। এবার দেহ মিলল অভিষেক যাদবের। 

কোটায় গত দু'বছর নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল অভিষেক। বুধবার সন্ধ্যার পর থেকে খোঁজ মিলছিল না অভিযেকের। 

কোটা দেশের শিক্ষা মানচিত্রে চোখ টানার মতো নাম। রাজস্থানের এই শহরে বেসরকারি কোচিং প্রতিষ্ঠানের রমরমা। ইঞ্জিনিয়ারিংয়ে আইআইটি বা মেডিক্যালে নিট'র মতো কঠিন প্রবেশিকার প্রস্তুতি চলে কোচিংয়ে। মারাত্মক চাপে আত্মহত্যা হয়েছে বারবার। 

অভিষেকও আত্মঘাতী হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কয়েক মাস ধরে মানসিক অবস্থা ভাল ছিল না। পড়ার চাপে অবসাদে ভুগছিলজানিয়েছে সহপাঠীরাই। 

কোটার কোচিং সেন্টার এবং আত্মহত্যাসারা দেশে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। 

রাজস্থান সরকার কমিটিও গড়েছে। তবে শিক্ষা ব্যবসার এই শহরে কোনও প্রতিষ্ঠানের ওপর হাত পড়েনি।

তবে অভিষেকের মতোছাত্রছাত্রীদের কারও ঝুলন্ত দেহ বা কারও উঁচু থেকে পড়ে যাওয়া থেঁতলানো দেহ মিলেই চলেছে।

Comments :0

Login to leave a comment