হাঁসখালি দলবদ্ধ ধর্ষণ এবং খুনের ঘটনায় তৃণমূল নেতার ছেলে সহ ৩ তিন জনকে যাবজ্জীবন সাজা দিল আদালত। অভিযুক্ত এক জনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার নদিয়ার হাঁসখালি গণধর্ষণ এবং খুনের ঘটনায় ৯ জনকে দোষী সাব্যস্ত করেছিল রানাঘাট মহকুমা আদালত। মঙ্গলবার শাস্তি ঘোষণা করলেন বিচারক।
২০২২ এর এপ্রিলে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে এক নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। নাম জড়ায় তৃণমূলের পঞ্চায়ের সদস্যের ছেলের। পঞ্চায়েত সদস্যের ছেলে এবং তার কয়েক জন বন্ধু মিলে নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ। ধর্ষণের পর প্রমাণ লোপাট করার জন্য পুড়িয়ে দেওয়া হয় নাবালিকার দেহ। উল্লেখ্য হাঁসখালির এই ঘটনার সময় মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, ‘লাভ অ্যা ফেয়ার’।
নির্যাতিতার মা-বাবা হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন তারা। আদালতের নির্দেশে তদন্ত চালায় সিবিআই। এদিন সেই মামলার সাজা ঘোষনা হলো।
Hanskhali
হাঁসখালি দলবদ্ধ খুন ও ধর্ষণের ঘটনায় তৃণমূল নেতার ছেলে সহ ৩ তিন জনকে যাবজ্জীবন সাজা
×
Comments :0