Mohunbagan beat titanium in fed cup on this day 1992

আজকের দিনে ১৯৯২ সালে টাইটানিয়ামকে হারিয়েছিল মোহনবাগান

খেলা

 


 

আজ ৮ ফেব্রুয়ারি। ১৯৯২ সালের আজকের দিনে ফেডারেশন কাপের ম্যাচে টাইটানিয়ামকে হারিয়েছি মোহনবাগান। খেলার ফল হয়েছিল ৩- ২। ম্যাচে দারুণ লড়াই হয়েছিল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে পর পর দুটি গোল করেছিল টাইটানিয়াম। সেই গোল শোধ করার পর শেষমুহূর্তে চিমার গোলে ম্যাচ জিতে যায় মোহনবাগান। 


 

ফেডারেশন কাপের মতো প্রতিযোগিতায় একসময় খেলতো কেরালার এই দলটি। দলটির পুরো নাম ট্রাভানকোর টাইটানিয়াম ফুটবল ক্লাব।বর্তমানে তারা খেলছে আইলীগ ২ , কেরালা স্টেট চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায়। একসময় এই দলে টি হামিদ, নজরুদ্দিন, রাজীব কুমারের মতো খেলোয়াড়রা খেলে গিয়েছেন। যারা পরবর্তীকালে সমৃদ্ধ করেছিলেন ভারতীয় ফুটবলকে। ৯০ এর দশকে ভারতীয় ফুটবলের আর এক বিশিষ্ট নাম ছিল এই টাইটানিয়াম। মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানকে বরাবরই টক্কর দিত কেরালার দলটি। আমাদের এই সেগমেন্টটির মাধ্যমে আমরা অতীতের স্মৃতির পাতা থেকে এই সমস্ত ভুলতে বসে যাওয়া দলের ব্যাপারেই আলোচনা করি। পরবর্তী প্রজন্মের কাছে ভারতীয় ফুটবলের ইতিহাসকে আরো ভালভাবে তুলে ধরার প্রচেষ্টায়। 



 

Comments :0

Login to leave a comment