BOOK — SOURAV DUTTA — MOLLA NASIRUDDIN ZINDABAD — MUKTADHARA — 8 JULY 2025, 3rd YEAR

বই — সৌরভ দত্ত — মোল্লা নাসিরউদ্দিন জিন্দাবাদ: এক সমকালীন সময়ের ছবি — মুক্তধারা — ৮ জুলাই ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

BOOK  SOURAV DUTTA  MOLLA NASIRUDDIN ZINDABAD  MUKTADHARA  8 JULY 2025 3rd YEAR

বই

মোল্লা নাসিরউদ্দিন জিন্দাবাদ: এক সমকালীন সময়ের ছবি 
সৌরভ দত্ত

অংশু মিত্র মোল্লা নাসিরউদ্দিন জিন্দাবাদ বইটি পঁচিশটি সরস গল্পের সমাহার। মোল্লা নাসিরুদ্দিন? নাসিরুদ্দিন খোজা–বীরবল, গোপাল ভাঁড়ের মতোই প্রাসঙ্গিক।অনেকে মনে করেন মধ্যপ্রাচ্যের কোনো অঞ্চলে তার বাস ছিল বা তুর্কমেনিস্তান নাসিরুদ্দিন সাত-আটশ বছরেরও পুরনো হয়নি।শোনা যায় তৈমুর বাদশার সাথে তিনি শিকারে বেরোনোর কাহিনি শোনা যায়। তার গল্প কোনো দেশকালের মধ্যে আবদ্ধ নয়। গল্পের মূল বৈশিষ্ট্য সমকালীনতা ও হাস্যরস সৃষ্টি।এই সময় পর্বে সরস গল্পগুলি পড়লে চোখের সামনে রক্তচক্ষুময় শাসকদের ছবি মনে পড়বে। গল্পের ভিতরে রূপকের ব্যবহার চমকিত করে পাঠকদের। বেশিরভাগ গল্পই স্যাটায়ারধর্মী।গ্রীকরা ও তুর্কিদের থেকে নাসিরুদ্দিনের গল্পকে লোককথার অংশ করে নিয়েছেন। মধ্যযুগের ক্ষমতাবানদের কষাঘাত করতেও ছাড়েননি নাসিরুদ্দিন। সোভিয়েত দেশে নাসিরুদ্দিনকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র। মোল্লার গল্প বলার ধরন আচ্ছা আচ্ছা মানুষকে ভাবিত করে। অল্পকথায় মূল বিষয়কে তুলে ধরেন।সুফি দার্শনিক বা সন্তরা তাদের জীবনেও তত্ত্বগত দিক থেকে নাসিরুদ্দিনের গল্পকে আত্তীকরণ করেছেন।রাজা-উজিরদের মুখের উপর জবাব দিয়ে দিতে পারতেন অনায়াসে।গল্পগুলি পড়লে চতুর বুদ্ধির পরিচয় পাওয়া যায়। গল্পের ঢং বেশ মজাদার।

মোল্লা নাসিরউদ্দিন জিন্দাবাদ 
সম্পাদনা-অংশু মিত্র

Comments :0

Login to leave a comment