Bagdah Ration Scam

রেশনের সামগ্রী কম দেওয়ার অভিযোগ, বিক্ষোভ বাগদার হরিনাথপুরে

জেলা


রেশন বণ্টন দুর্নীতি চক্রের শিকড় অনেক গভীরে। মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। খাদ্য দপ্তরের একাধিক আধিকারিকের ভূমিকাও এখন তদন্তকারী সংস্থার নজরে। এবার রেশনের সামগ্রী চুরির অভিযোগে রেশন ডিলারের ছেলেকে ধরে ফেললেন বনগাঁর বাগদা এলাকার হরিনাথপুর গ্রামের মানুষ। অভিযোগ চাল, গম, আটা কম দিচ্ছে রেশন ডিলার। বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ ছিল মঙ্গলবার সকালে হাতেনাতে রেশন ডিলারের ছেলেকে ধরে ফেলেন তাঁরা। গ্রামের মানুষের ক্ষোভের মুখে ওজনে রেশন কম দেওয়ার কথা স্বীকার করলেন। দীর্ঘদিন বরাদ্দকৃত রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ। গত ৫ বছর ধরে রেশনের চাল, গম, আটা কম দিয়ে তাঁদের বঞ্চিত করা হচ্ছে। এই অনিয়মের অভিযোগ উঠেছে হরিনাথপুর এলাকার রেশন ডিলার নিবেদিতা সাঁধুর বিরুদ্ধে। আর এই অভিযোগে মঙ্গলবার সকালে রেশন দোকানের ভেতরেই দীর্ঘসময় ধরে আটকে রাখা হল রেশন ডিলারের ছেলেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই রেশন দোকানের এক গ্রাহক জানিয়েছেন,  এদিন এক গ্রাহক রেশন তুলে নিয়ে যাচ্ছিলেন।  তাঁর স্লিপ পরীক্ষা করে দেখা যায়, রেশন ডিলারের দেওয়া স্লিপে উল্লেখ রয়েছে ১২ কেজি চাল এবং ৭ কেজি আটা। তবে  স্লিপের পেছনে লেখা ৯ কেজি চাল ৬ কেজি আটা। হাতে লেখা পরিমান অনুযায়ী চাল, আটা দেওয়া হয়েছে ওই গ্রাহককে। অভিযোগ রেশন ডিলার ওই গ্রাহককে ৩ কেজি চাল এবং ২ কেজি আটা কম দিয়েছে। ওই রেশনের গ্রাহক ও গ্রামের মানুষের অভিযোগ বহু গ্রাহকের সঙ্গে প্রায় ৫ বছর ধরে এই কান্ড ঘটানো হচ্ছে। যদিও এই দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত রেশন ডিলারের ছেলে শান্তনু সাঁধু। রেশন দোকানের কর্মচারী জানিয়েছেন রেশন ডিলারের কথা তিনি এই কাজ করেছেন। ঘটনাকে কেন্দ্র কেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে বাগদার হরিনাথপুর গ্রামে।

Comments :0

Login to leave a comment