জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা বাংলাদেশে। আগামী ৭ জানুয়ারি ২০২৪ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানিয়েছেন ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। তাঁর কথায় অবাধ ও শান্তিপূর্ণ করতে তিনি তাঁর দায়িত্ব পালন করে যাবেন। তাঁর দাবি নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে কেবলমাত্র সব রাজনৈতিক দল ও মানুষের অংশগ্রহণে।
নির্বাচনে মোট ২ লক্ষ ৬২ হাজার বুথে ভোটগ্রহণ হবে বলে এদিন জানিয়েছেন তনি। সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমার শেষ তারিখ। ১-৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ ডিসেম্বর। পরের দিন অর্থাৎ ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে এবং ওইদিন থেকে প্রচার শুরু হবে। নির্বাচনে ৬৬ জন রিটার্নিং অফিসার ও ৫৯২ জন সহকারী নিয়োগ করা হয়েছে। তিনি আরো বলেছেন, নির্বাচনে অংশগ্রহণকারী দলকে আচরণবিধি মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। জাল ভোট, পেশীশক্তির ব্যবহার নির্বাচনকে প্রভাবিত করতে পারে। জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন সন্ধ্যায় বাংলাদেশে নির্বাচনের বিজ্ঞপ্তি বা তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন জানিয়েছেন ভোট গ্রহণ পর্ব শেষে শুরু হবে গণনা।
Comments :0