দিনের দহন জ্বালা থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। হতে পারে ঝড় বৃষ্টি। সোমবার দক্ষিণবঙ্গের বিকেলের পর একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে রয়েছে সতর্কতাও। আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে তিনদিন রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাতসহ বৃষ্টি ও ঝড়ের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। বলা হয়েছে ঝড়ের বেগ কোথাও ঘণ্টায় ৩০ কিলোমিটার, কোথাও আবার ৫০ কিলোমিটার হতে পারে। সোমবার বিকেলের পর কলকাতাসহ রাজ্যে ঝড় বৃষ্টি হতে পারে। বলা হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাতসহ বৃষ্টি ও ঝড়ের সম্ভবনা রয়েছে। বজ্রপাতের সতর্ক বার্তাও দেওয়া হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৫ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস ১ পয়লা বৈশাখে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং নদিয়ায় ঝড়ের সম্ভবনা নেই। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবান রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ ৪০-৫০ কিলোমিটার হতে পারে। ওই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আইএমডি বেঙ্গালুরু এবং কর্ণাটকের আরও বেশ কয়েকটি জেলায় বজ্রপাত, এবং ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। বজ্রপাতের পূর্বাভাস দিয়ে আইএমডি সোমবার বেঙ্গালুরুতে হলুদ সতর্কতা জারি করেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বেঙ্গালুরুর বাসিন্দারা ১৪ ও ১৫ এপ্রিল বজ্রপাতের আশঙ্কা করতে পারেন, তার সাথে থাকবে বিদ্যুৎ চমকানো এবং ঝোড়ো হাওয়া।
Comments :0