Protests in Jadavpur

কাশ্মীরে উগ্রপন্থী হামলার প্রতিবাদে যাদবপুরে বিক্ষোভ

কলকাতা

কাশ্মীরে উগ্রপন্থী হানায় বাসযাত্রীদের মৃত্যুর প্রতিবাদ ও মৃতদের শ্রদ্ধা যাপন যাদবপুরে। বুধবার মোমবাতি জ্বালিয়ে

যাদবপুর ৯৯ নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর কলোনিতে গাজায় ইজরায়েলের হানার প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়। মোমবাতি জ্বালিয়ে শিশু মহিলা সহ মৃতদের প্রতি শ্রদ্ধা যাপন করা হয়। ছিলেন যাদবপুর সিপিআই(এম) এরিয়া কমিটির সদস্য দিলিপ দাস,সুবীর দে, গৌড় দাস প্রমুখ। গত রবিবার নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথের দিন 

কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় বাস খাদে পড়ে মৃত্যু হয় ৯ দর্শনার্থীর। অভিযোগ, সন্ত্রাসবাদীরা বাসটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে দিশেহারা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদ পড়ে যায়। এর ফলে ৯ জনের মৃত্যুর পাশাপাশি জখম হন ৩৩ জন। বাসটিতে বিপুল সংখ্যক দর্শনার্থী ছিলেন যাঁরা শিবখোদা মন্দির দর্শন করে কাটরা শহরে ফিরছিলেন। অমিত শাহ কিংবা রাজনাথ সিং হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঙ্কার দিলেও কেউই সরাসরি সন্ত্রাসবাদী আক্রমণে এমন ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেননি। এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করে এদিন মৃতদের শ্রদ্ধা যাপন করা হয় মোমবাতি জ্বালিয়ে।

Comments :0

Login to leave a comment