Bodies of Two Children

দুই শিশুর মৃতদেহ উদ্ধার বনগাঁয়

জেলা

Bodies of Two Children


ইছামতি নদীর ঘাট থেকে উদ্ধার হল দুটি শিশুর পচাগলা মৃতদেহ। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পাশে অবস্থিত ইছামতি নদীতে। পুলিশ সূত্রে খবর, দুটি শিশুর মৃতদেহের মধ্যে একটি ছেলে ও একটি মেয়ের দেহ রয়েছে। তবে এখনও পর্যন্ত তাদের কোনও পরিচয়পত্র পাওয়া যায় নি। খবর পেয়ে ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত শিশু দুটির বয়স চার থেকে ছয় বছরের মধ্যে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।  দেহ দুটি কিভাবে ওই ঘাটে এলো, পুলিশ তা তদন্ত করে দেখছে।


পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে , এদিন স্থানীয় বাসিন্দা বাবলু গোলদার ঘাটের পাশে শৌচালয়ে গিয়ে দুর্গন্ধ পান। দুর্গন্ধের উৎস খুঁজতে ঘাটের কাছে যান। সেখানে গিয়ে দেখেন নদীর জলে ভাসছে একটি শিশুর দেহ। পরে আরেকটি শিশুর দেহ দেখতে পেয়ে স্থানীয় মানুষকে ডাকেন। খবর যায় বনগাঁ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশের প্রাথমিক অনুমান মৃত দুই শিশুর বয়স ৩ থেকে ৬ বছরের  মধ্যে। এদিন সন্ধ্যা প্রর্যন্ত ওই দুই শিশুর পরিচয় জানা যায়নি।

 

Comments :0

Login to leave a comment