মনোনয়ন পর্ব শেষ হতেই বিভিন্ন জায়গায় শাসকদলের বাহিনী নেমে পড়েছে হুমকি ভয়ভীতি হামলাকে হাতিয়ার করে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করানোর কাজে। অন্যদিকে সদর্পে মানুষ বলছেন প্রাণ গেলেও মনোনয়ন প্রত্যাহার করবো না। দিকে দিকে উৎসাহের সঙ্গে মানুষ পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদের সমর্থনে প্রচারে নেমেছেন। শনিবার সিপিআই(এম) কর্মীরা দেওয়াল লিখছেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের পানাগড় বাজার দক্ষিণ ক্যানেলপাড় এলাকায়।
Comments :0