আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের ভূমিকার বিরুদ্ধে কংগ্রেসের লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। বুধবার লালবাজার থেকে শুরু হয় কংগ্রেসের প্রতিবাদ মিছিল। নেতৃত্ব দেন আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যরা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তোলা হয় মিছিল থেকে।
মিছিল লালবাজারের কাছে গেলে আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় কংগ্রেসের পক্ষ থেকে। আটক করা হয় আব্দুল মান্নান, সমন পাঠক সহ একাধিক কংগ্রেস কর্মীকে।
নির্যাতীতার পরিবার বার বার দাবি করে এসেছে যে কলকাতা পুলিশে তাদের সাথে তদন্তের স্বার্থে কোন ভাবে সহায়তা করেনি। নির্যাতীতার মা দাবি করেছেন যে বিনীত গোয়েল দ্রুততার সাথে তদন্ত শেষ করতে চাইছিল। আদালতেরও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
কংগ্রেস ছাড়াও এদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবং বিচারের দাবিতে পথে নেমেছেন ইজ্ঞিনিয়ার, আইনজীবী এবং তথ্য প্রযুক্তি কর্মীরা। কলেজ স্ট্রিটে মিছিল করেন বিভিন্ন প্রতিষ্ঠানের ইজ্ঞিনিয়াররা। শিয়ালদহে মিছিল করেন শিয়ালদহ আদালতের আইনজীবীরা। রাজারহাটে মিছিল করেন তথ্য প্রযুক্তি কর্মীরা। সবার একটাই দাবি আরজি করের দোষীদের শাস্তি দিতে হবে। স্লোগান উঠেছে প্রশাসনিক ব্যার্থতা নিয়েও।
Congress
আরজি কর কাণ্ডে পথে কংগ্রেস
×
Comments :0