Manipur NDA Chief Ministers

সরব উত্তর পূর্বের শরিক মুখ্যমন্ত্রীরা, চুপ কেবল বিজেপি'র হিমন্ত

জাতীয়

মণিপুরে বহু বিক্ষোভের একটি। ছবি সংগৃহীত।

বিজেপি জোটের শরিক উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীরা এখন সরব। মনিপুরে ভয়াবহ বর্বরতার পর তাঁরা অনেকেই দাবি করছেন হস্তক্ষেপ করতে হবে কেন্দ্রের সরকারকে। 

মিজোরামের মুখ্যমন্ত্রী এবং মিজো  ন্যাশনাল ফ্রন্ট এর নেতা জোরামখাঙ্গা বলেছেন, " নীরবতা কোন সমাধান হতে পারে না। আমাদের হাই এবং বোনেরা নির্মম অত্যাচারের শিকার। এই সময়েই মুখ খুলতে হবে।"

 তিনি বলেছেন, "বহু মানুষ নিহত, রক্তাক্ত হচ্ছেন বহু মানুষ প্রতিদিন। অত্যাচার শেষ হচ্ছে না। বহু মানুষ ঘর ছাড়া। উত্তর-পূর্বের পুরো অঞ্চল একটি স্থায়ী সমাধান চাইছে তার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়িত্ব নিতে হবে।" 

মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে হাঁটানো তারপর দল বেঁধে ধর্ষণের ভিডিও সদ্য সামনে এলেও ঘটনা মে মাসের গোড়ার। ১৮ই মে এফআইআর হলেও রাজ্যের বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ব্যবস্থা নেননি। 

নির্যাতিত মহিলারা এবং তাঁদের নিহত আত্মীয়রা কুকি জম্বি আদিবাসী অংশের। এই অংশের সঙ্গে মিজোদের জনজাতি জনিত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মিজোরামের সর্বত্র ক্ষোভ রয়েছে। 

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও বিজেপি জোট এনডিএ'র শরিক ন্যাশনাল পিপলস পার্টির নেতা। তীব্র ক্ষোভ জানিয়েছেন তিনিও। সাংমা বলেছেন, "বর্বরতা এবং অমানবিক অবস্থা মেনে নেওয়া যায় না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এখনই। " 

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবং ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পিপলস পার্টির নেতা নেফিউ রিওর গলায় একই সুর। বিজেপির এই জোট শরিক সরাসরি নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি বলেছেন, "কোনও সভ্য সমাজে এমন উন্মত্ত তাণ্ডব চলতে পারে না। কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি অমিত শাহের কাছে।" 

উত্তর পূর্বের শরিক মুখ্যমন্ত্রীরা ক্ষুব্ধ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ওপরও। তিনি আবার বলেছেন মহিলাদের ওপর অত্যাচার, তাঁদের পরিবারকে হত্যার বহু অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠছে অমিত শাহ তা'হলে রাজ্যে গিয়ে কী করলেন। 

চরম ক্ষোভের সময়ও একেবারে মুখ বুজে রয়েছেন আসামের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। উত্তর পূর্বে বিজেপি জোট শরিকদের মঞ্চ নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স এর আহ্বায়ক তিনি। একাধিক রাজ্যে দল ভাঙানোর কারিগর বিশ্ব শর্মা। দাবি উঠেছে, বিশ্ব শর্মাকে বলতে হবে কেন ঘটনার ৭৪ দিন পরও ব্যবস্থা নেওয়া হয়নি। 


 

Comments :0

Login to leave a comment