স্ক্রুটিনির শেষে পূর্ব বর্ধমান জেলার রায়না-১ ও রায়না-২ ব্লকে গ্রামপঞ্চায়েতে ২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সিপিআ(এম) প্রার্থীরা। রায়না-২ ব্লকের পাইটা-২ গ্রামপঞ্চায়েতে ১৯১ বুথে পাইটা গ্রামে সিপিআই(এম) প্রার্থী সবিতা মাথুর জয়ী হয়েছেন। এই গ্রামে তৃণমূলের যিনি প্রার্থী তিনি পরাজয় নিশ্চিত জেনে মনোনয়ন জমা করেননি। গোটা এলাকায় তৃণমূল মানুষ থেকে বিচ্ছিন্ন। চোরের দলে নাম লেখাতে অনেক পরিবার রাজী হয়নি। অন্যদিকে রায়না-১ ব্লকের শ্যামসুন্দর গ্রামপঞ্চায়েতে মাদানগর গ্রামে ইসমাইল মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এখানেও তৃণমূলের প্রতি তীব্র ঘৃনা থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়। এখানেও তৃণমূল অনেক চেষ্টা করেও প্রার্থী দিতে পারেনি। পাশাপাশি তৃণমূল যত মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তত হিংস্র হয়ে বিরোধীদের উপর হামলার চেষ্টা করছে। এদিন রায়না-১ ব্লকের স্ক্রুটিনির সময় তৃণমূলের দুষ্কৃতীরা ব্লক অফিসের মধ্যেই ছিল। সেখান থেকেই পার্টি কর্মীদের লক্ষ্য করে গালিগালাজ করলে সিপিআই(এম)’র ওই কর্মী প্রতিবাদ করেন। সাথে সাথে তৃণমূলের দুষ্কৃতীরা আড়াল থেকে বেড়িয়ে হামলা করার সময় পাশেই খবর পেয়ে সিপিআই(এম) কর্মীরা ছুটে আসেন। প্রতিরোধ করেন ব্লক অফিসের ক্যাম্পাসেই। পার্টি কর্মীদের তীব্র প্রতিরোধে পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নেয়।
রায়না-১ এলাকায় তৃণমূল দুষ্কৃতীরা সিপিআই(এম) প্রার্থীর স্বামীকে মারধর করলে খবর পেয়ে খালেরপুল পার্টি অফিস থেকে জনা ৫০ পার্টি কর্মী তৃণমূলীদের তাড়া করলে তৃণমূলের দুষ্কৃতীরা পালিয়া যায়। গোটা গ্রামের মহিলা-পুরুষ তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আক্রণকারীদের গ্রামছাড়া করার হুঁশিয়ারি দেন।
Comments :0