ছত্তিশগড়ের গরিয়াবন্দে বিস্ফোরণে নিহত হলে আইটিবিপি’র জওয়ান। শুক্রবার রাজ্যের দ্বিতীয় দফার ভোট নেওয়া চলছিল গরিয়াবন্দ জেলায়।
পুলিশ জানিয়েছে মণিপুর থানার বড়ে গরবা গ্রামে হয়েছে এই বিস্ফোরণ। ভোটের পর সুরক্ষাকর্মীদের পাহারায় ফিরছিলেন ভোটকর্মীরা। সেই সময়ই হয় বিস্ফোরণ।
রায়পুর রেঞ্জের আইজি আরিফ শেখ বলেছেন, ‘আইইডি ব্লাস্টের পিছনে মাওবাদীরা আছে বলে অনুমান করা হচ্ছে। নিহত জওয়ান যোগীন্দর সিং আইটিবিপি’র হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন।’’
বিকেল ৩টে পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ছিল ৫৫.৩১ শতাংশ। ছত্তিশগড়ে দু’দফায় ভোট নেওয়া হচ্ছে। মাওবাদী সন্ত্রাস কবলিত হিসেবে চিহ্নিত ২০টি বিধানসভায় ৭ নভেম্বর ভোট নেওয়া হয়েছে। বাকি ৭০টি বিধানসভায় ভোট নেওয়া হচ্ছে শুক্রবার।
Chhattisgarh Blast
ছত্তিশগড়ে বিস্ফোরণ, নিহত জওয়ান
×
Comments :0