MALDAH ENVIROPNMENT DAY

জলবায়ু সঙ্কট কেন, আলোচনা মালদহে

জেলা

আলোচনা সভা মালদহে।

বিশ্ব পরিবেশ দিবসে মালদহের স্টুডেন্টস হেলথ হোম ও মালদহ কলেজের যৌথ উদ্যোগে সোমবার মালদহ কলেজ অডিটরিয়াম সানাউল্লাহ মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল। আলোচ্য বিষয় ছিল ‘‘জলবায়ুর সংকট ও কিছু প্রাসঙ্গিক ভাবনা’’। দুই মুখ্য আলোচক ছিলেন ডা. সুবর্ণ গোস্বামী ও মিঠুন রায়। 

অনুষ্ঠানের শেষে রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম পরিবেশের উপর একটি নাটক পরিবেশন করে। পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। 

সোমবার সকালে গণতান্ত্রিক মহিলা সমিতি, গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন এর উদ্যোগে মালদহ জেলা স্কুলের সম্মুখে বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন মহিলা সমিতির জেলা সম্পাদক রুণু কুণ্ডু, ডিওয়াইএফআই নেতা সৌরভ চক্রবর্তী, এসএফআই’র জেলা সভাপতি কৌশিক মৈত্র প্রমুখ।

Comments :0

Login to leave a comment