Com Basudev Acharia

প্রয়াত কমরেড বাসুদেব আচারিয়াকে শ্রদ্ধা কলকাতায়

রাজ্য

মঙ্গলবার মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে কমরেড বাসুদেব আচারিয়ার দেহ রক্তপতাকায় মুড়ে দিচ্ছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।

সিপিআই(এম) নেতা ও প্রাক্তন সাংসদ প্রয়াত কমরেড বাসুদেব আচারিয়াকে শ্রদ্ধা জানালেন পার্টি নেতৃবৃন্দ। মঙ্গলবার তাঁর দেহ হায়দরাবাদ থেকে কলকাতায় আনা হয়। 

এদিন সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে তাঁর দেহ রক্তপতাকায় মুড়ে দেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসুপলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্রমহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম। 

প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান তাঁরা। শ্রদ্ধা জানান সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টচার্যসুমিত দে, রেখা গোস্বামী। রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য কল্লোল মজুমদারপলাশ দাস এবং রাজ্য কমিটির সদস্যরা শ্রদ্ধা জানান।  প্রবীণ সিপিআই(এম) নেতা এবং প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারও শ্রদ্ধা জানিয়েছেন।

শ্রদ্ধা জানান সিপিআই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, কালান্তর পত্রিকার পক্ষে কল্যাণ ব্যানার্জিআরসিপিআই সম্পাদক মিহির বাইন। কমরেড আচারিয়ার পুত্র ও কন্যাও শ্রদ্ধা জানান তাঁকে। 

মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে এদিন এসেছিলেন বিভিন্ন অংশের বহু মানুষ। ব্যাঙ্কএলআইসির কর্মীরা। শ্রদ্ধা জানান পার্টিকর্মীরা।

এরপর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় শ্রমিক ভবনে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান সিআইটিইউ নেতা দীপক দাশগুপ্ত, নেপালদেব ভট্টাচার্য, দেবাঞ্জন দে, সোমনাথ ভট্টাচার্য, রত্না দত্ত সহ নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানান বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং কর্মী আন্দোলনের নেতৃবৃন্দ। 

মঙ্গলবার রাতে তাঁর দেহ থাকবে পিস ওয়ার্ল্ডে। বুধবার সকালে নিয়ে যাওয়া হবে বাঁকুড়ায়, সিপিআই(এম) জেলা দপ্তরে। এরপর দুপুর দেড়টা নাগাদ তাঁকে শ্রদ্ধা জানানো হবে সিপিআই(এম) পুরুলিয়া জেলা দপ্তরে। এখানেই শেষকৃত্য হবে তাঁর।  

Comments :0

Login to leave a comment