Dead Body Recover

বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য পুরুলিয়ায়

জেলা

Dead Body Recover


সোমবার বিকেলে পুরুলিয়া শহরের দু'নম্বর ওয়ার্ডের মুনসিফডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকেই  বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় মানুষজন এলাকা থেকে বেশ কয়েকদিন ধরেই পচা গন্ধ পাচ্ছিলেন। একটি ফাঁকা জায়গায় বেশ কিছু জঙ্গল হয়েছিল। স্থানীয় মানুষজন প্রথমে ভেবেছিলেন যে সেই জঙ্গলেই হয়তো কোন কুকুর বিড়াল মরে পড়ে আছে। কিন্তু সেই জঙ্গল পরিষ্কার করার পরও পচা গন্ধ আসাতে সন্দেহ হয় স্থানীয় মানুষ স্থানীয় কাউন্সিলরকে খবর দেয়। কাউন্সিলর এসে এলাকার মানুষজনকে নিয়ে ওই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক পঙ্কজ সেনগুপ্তের বন্ধ দরজায় ধাক্কাধাক্কি করেন। একটুখানি দরজা খুলে ফের তিনি দরজা লাগিয়ে দেন। কারণ ওই বাড়ি থেকেই পচা গন্ধ আসছিল। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক পঙ্কজ সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী শিখা সেনগুপ্ত থাকতেন। এদিন বাড়ির রান্নাঘরের দরজার পাশে শিখা দেবীর মৃতদেহ পড়েছিল। মৃতার স্বামী তথা অবসরপ্রাপ্ত শিক্ষকের দাবি, গত রাতেই বাথরুমে যাওয়ার সমব পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর। যদিও গত কালকের মৃত্যুর কয়েক ঘন্টা পরেই কেন দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি স্বামী। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের প্রাথমিকভাবে অনুমান, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে শিখা দেবীর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। স্থানীয় মানুষের দাবি অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের স্ত্রী বাড়ি থেকে একেবারেই বের হতেন না।  মৃতার স্বামী বাড়ি থেকে বেরোলেও কারো সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। 


 

Comments :0

Login to leave a comment